যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসের ঘটনায় যুবক গ্রেপ্তার
প্রকাশিত : ০৯:০৫, ১৪ এপ্রিল ২০২৩
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি ফাঁসের ঘটনায় ২১ বছর বয়সী জ্যাক টাশেরা নামক এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন অভিযুক্ত তরুণ বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য।
স্থানীয় সময় বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টি জানান যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারলান্ড।
মেরিক গারলান্ড জানান, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নর্থ ডিগটন শহরের একটি বাড়ি থেকে টাশেরাকে গ্রেপ্তার করেছে এফবিআই।
একটি অনলাইন চ্যাট গ্রুপের তথ্য বিশ্লেষণ এবং গ্রুপের সদস্যের জিজ্ঞেসাবাদের মাধ্যমে সন্দেহভাজন নথি ফাঁসকারীকে শনাক্ত করা হয়।
রয়টার্স জানায়, গ্রেফতার হওয়া যুবক ওই চ্যাট গ্রুপের সদস্য ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ডিসকর্ডের ওই চ্যাট গ্রুপে পেন্টাগনের অন্তত ৫০ থেকে ১০০টি গোপন নথি প্রকাশ করেন গ্রেপ্তার হওয়া যুবক। এছাড়া টুইটার, টেলিগ্রামসহ বেশ কিছু সামাজিক মাধ্যমে অতি সংবেদনশীল এই নথিগুলো ফাঁস করা হয়।
এফবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী ও আমাদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে এমন ব্যক্তিদের চিহ্নিত করা, খুঁজে বের করা ও জবাবদিহির আওতায় আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
এএইচ
আরও পড়ুন