ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

নিষেধাজ্ঞা সত্ত্বেও রেকর্ড তেল রপ্তানি রাশিয়ার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ১৫ এপ্রিল ২০২৩

পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও মার্চে প্রায় তিন বছরের মধ্যে রাশিয়ার তেল রপ্তানি সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। 

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ’র মাসিক প্রতিবেদন বলছে, রাশিয়ার দৈনিক সমুদ্রবাহিত তেল সরবরাহ গত মাসে দিন প্রতি ছয় লাখ ব্যারেল বেড়ে ৮১ লাখ হয়েছে। এটি ২০২০ সালের এপ্রিল থেকে সর্বোচ্চ।

এর আগে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল রপ্তানিকে লক্ষ্য করে মূল্যসীমাসহ বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করে। 

গত ফেব্রুয়ারিতে ইইউ এবং জি-সেভেন দেশগুলো রাশিয়া থেকে ডিজেল, জেট ফুয়েল এবং পেট্রলের জন্য ব্যারেল প্রতি ১০০ মার্কিন ডলার নির্ধারণ করে দেয়।

এরপর রাশিয়ার তেলের আয় পতন থেকে পুনরুজ্জীবিত হয়েছে এবং এক বিলিয়ন বেড়ে ১২.৭ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি