ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলে হামলায় ৪০ জনের বেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ১৫ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলে বিভিন্ন গ্রামে ভয়াবহ হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই হামলার ঘটনায় কোডেকো জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়। স্থানীয় সূত্র এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, প্রাদেশিক রাজধানী বুনিয়া থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ইতুরি প্রদেশের কমপক্ষে তিনটি গ্রামে হামলা চালানোর জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয়।

কঙ্গোর উন্নয়ন বিষয়ক সহযোগিতা গ্রুপ কোডেকো হচ্ছে খনিজ সম্পদে সমৃদ্ধ বিশৃংখলাপূর্ণ এই অঞ্চলে সক্রিয় সশস্ত্র বিভিন্ন গ্রুপের মধ্যে অন্যতম একটি গ্রুপ।

এ মিলিশিয়া গ্রুপ লেন্দু সম্প্রদায়কে জাতিগতভাবে অন্য গোষ্ঠী হেমা এবং সেনাবাহিনীর হাত থেকে রক্ষার দাবি করে।

আঞ্চলিক প্রশাসক ইনোসেন্ট মাতুকাদালা এএফপি’কে বলেন, এ ভয়াবহ হামলার পর ‘আমরা কিলো ইতাত গ্রাম থেকে ৩৬ জনের এবং মতেতে গ্রাম থেকে আটজনের লাশ উদ্ধার করেছি। ওই জঙ্গি গ্রুপের হামলার শিকার হওয়া তৃতীয় গ্রাম থেকে এখন পর্যন্ত কোন লাশ উদ্ধার করার খবর পাওয়া যায়নি।’

তিনি বলেন, কঙ্গো সেনাবাহিনী হামলার প্রায় তিন ঘণ্টা পর সেখানে পাল্টা অভিযান চালায়।

ওই জেলার সুশীল সমাজের নেতা রবার্ট বসিলোকো এ হামলায় ৪৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন। এদের মধ্যে পাঁচ শিশু রয়েছে।

তিনি বলেন, হামলা ‘প্রতিদিন মৃত্যুর খবর শুনে আমরা ক্লান্ত হয়ে পড়েছি।’

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি