ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৫৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ১৬ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৪:১৩, ১৬ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশটির প্যারা মিলিটারি গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জন হয়েছে। আহত হয়েছে ১শ’ ৮৩ জন।  

সুদানে নিয়মিত সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে চলমান তুমুল সংঘর্ষে কমপক্ষে ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রবিবার ভোরে গণতন্ত্রপন্থী চিকিৎসকরা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

সুদান চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি  বলেছে, এ লড়াইয়ে ‘বেসামরিক নাগরিকদের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে মোট ৫৬ জনে দাঁড়িয়েছে।’

তারা আরো জানায়,  এ সংখ্যার বাইরে যুদ্ধে নিরাপত্তা বাহিনীরও ‘১০ সদস্য’ নিহত হয়েছে।

সুদানের সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, প্যারা মিলিটারির প্রধান জেনারেল মোহাম্মদ হামদান বাহিনীর সঙ্গে কোনো সমঝোতা কিংবা সংলাপ হবে না।

প্যারা মিলিটারিকে ভেঙে দিলেই শুধু সংলাপ হতে পারে বলে জানানো হয়। এদিকে, সুদানের রাজধানী খার্তুমে রোববার সাধারণ ছুটি  ঘোষণা করা হয়েছে। বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। 

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি