ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

ইউক্রেন থেকে খাদ্য ও শস্য আমদানি নিষিদ্ধ করল পোল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ১৬ এপ্রিল ২০২৩

নিজেদের কৃষিক্ষেত্রকে বাঁচাতে প্রতিবেশী দেশ ইউক্রেন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড সরকার। 

ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টির পিআইএস এর পক্ষ থেকে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ইউক্রেন থেকে আসা এসব খাদ্যশস্যের কারণে স্থানীয় বাজারে দাম কমে যাওয়ায় স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হচ্ছেন।

নির্বাচনের বছরে এভাবে ভোটারদের একটি বড় অংশকে নাখোশ করতে চাইছে না ক্ষমতাসীন দল পিআইএস। আর এ কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
 

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি