ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেক্সিকোর ওয়াটার পার্কে বন্দুকধারীদের হামলায় ৭ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ১৬ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি ওয়াটার পার্কে শনিবার বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশু রয়েছে। এতে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা যায়। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, মেক্সিকোর কোর্তেজার পৌরসভায় এ হামলার ঘটনা ঘটে।

পৌরসভাটির সিটি হলের এক বিবৃতিতে বলা হয়, খবর পেয়ে পুলিশ ‘ঘটনাস্থলে পৌঁছে তিনজন মহিলা, তিনজন পুরুষ ও সাত বছর বয়সী এক শিশুর লাশ দেখতে পায়। এ ঘটনায় একজন গুরুতরভাবে আহত হয়েছে।’

সুত্রঃ বাসস

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি