ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

চীনে হাসপাতালে আগুন লেগে ২১ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ১৯ এপ্রিল ২০২৩

চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ২১ জন মারা গেছে। মঙ্গলবার এই আগুনের ঘটনা ঘছে বলে জানিয়েছে সিএনএন।

এই অগ্নিকাণ্ডের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে যে লোকজন আগুন থেকে বাঁচতে ভবনের সামনের অংশে ঝুলছে। হাসপাতালের ভেতরে প্রচণ্ড ধোঁয়া দেখা গেছে। অনেকে জীবন বাঁচাতে বিছানার চাদর বেয়ে জানালা দিয়ে নামার চেষ্টা করছেন। কেউ কেউ জানলার বাইরে লাগানো এসির ওপর আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। 

সন্ধ্যা ছয়টার মধ্যে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ৭১  জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

উদ্ধারকারীরা এখনও ওই হাসপাতালে তল্লাশি চালাচ্ছেন। ভেতরে কোনো রোগী আটকে আছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো বিবৃতি দেননি।

মঙ্গলবার রাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সূত্র: সিএনএন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি