ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

এই বছর জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত: জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ২০ এপ্রিল ২০২৩

চলতি বছরের মাঝামাঝি নাগাদ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে ভারত। ওই সময় ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যার চেয়ে প্রায় ৩০ লাখ বেশি হবে। 

বুধবার প্রকাশিত জাতিসংঘের এক পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়। খবর এএফপি’র।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টে দেখানো হয়েছে এই বছরের মাঝামাঝি সময়ে চীনের ১.৪২৫৭ বিলিয়নের তুলনায় ভারতের জনসংখ্যা ১.৪২৮৬ বিলিয়নে দাঁড়াবে।

চলতি বছরের শুরুর দিকে প্রকাশিত উপাত্ত থেকে জানা যায়, ছয় দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো গত বছর চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে।

ঐ প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে বিশ্বের জনসংখ্যা বেড়ে ৮.০৪৫ বিলিয়ন হবে বলে অনুমান করা হচ্ছে। (বাসস)

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি