ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হচ্ছে মধ্যরাতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ২৭ এপ্রিল ২০২৩

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হচ্ছে মধ্যরাতে। এ অবস্থায় আটকে পড়া নাগরিকদের সরিয়ে নিতে তৎপর বিভিন্ন দেশ।

যুক্তরাজ্য জানায়, এ পর্যন্ত সুদান থেকে সাড়ে ৭শ’র বেশি ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নিয়েছে তারা। এখনও আটকা পড়ে আছে ১২শ’রও বেশি নাগরিক। এশিয়ার দেশ ভারত এ পর্যন্ত সাড়ে ৩শ’র বেশি নাগরিককে সরিয়ে নিয়েছে। সুদানে আটকে পড়া ভারতীয়দের মোট সংখ্যা সাড়ে ৩ হাজারের বেশি। 

অন্যদিকে, চীন সরিয়ে নিয়েছে ১১শ’ নাগরিককে। আটকা পড়ে আছে আরো ৪শ। যুদ্ধবিরতী শেষ হওয়ার মধ্যে সব নাগরিকদের সরিয়ে নেয়া কঠিন বলে মনে করছে বিভিন্ন দেশ। এ অবস্থায়  যুদ্ধবিরতীর মেয়াদ বাড়াতে চাপ দিচ্ছে কূটনীতিকরা।

সুদানের সেনাবাহিনী রাজি হলেও আধাসামরিক বাহিনী এখনও কিছু জানায়নি। 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি