ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বোমা বন্ধ না হলে আলোচনা নয়: সুদানের আধাসামরিক বাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২৯ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

বোমাবর্ষণ বন্ধ না হলে কোনো আলোচনা নয় বলে জানিয়েছেন সুদানের আধাসামরিক বাহিনীর নেতৃত্বে থাকা জেনারেল হামদান দাগালো হেমেদতি। 

বিবিসিকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে হেমেদতি অভিযোগ করেছেন, নতুন করে তিনদিনের যুদ্ধবিরতি শুরু হলেও তার সেনাদের ওপর বোমা বর্ষণ চলছে।

তিনি বলেন, সুদানকে তারা ধ্বংস করতে চান না। চলমান সহিংসতার জন্য সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহানকে দায়ী করেন তিনি। হেমেদতি বলেন, আলোচনায় বসতে তিনি রাজি। তবে যুদ্ধবিরতি কার্যকর হতে হবে।

শত্র“তা বন্ধ করলেই কেবল আলোচনা হতে পারে। প্রায় দু’সপ্তাহ ধরে সেনাবাহিনীর সাথে হেমেদতির নেতৃত্বাধীন আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের লড়াই চলছে। এতে নিহত হয়েছেন কয়েকশ মানুষ।    

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি