ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

যুদ্ধবিরতির পরও সুদানের ‍যুদ্ধ গড়ালো তৃতীয় সপ্তাহে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ৩০ এপ্রিল ২০২৩

যুদ্ধবিরতির পরও সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই তৃতীয় সপ্তাহে গড়ালো। 

রাজধানী খার্তুমে যুদ্ধবিমানের বোমা হামলা ও বিমান বিধ্বংসী গোলা নিক্ষেপ অব্যাহত রয়েছে। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত বাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের নেতৃত্বে থাকা মোহাম্মদ হামদান দাগলোর অনুসারীদের মাঝে এ সংঘর্ষ চলছে।

সংঘর্ষের শুরু থেকে একাধিকবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন, কিন্তু কেউই কার্যকরভাবে তা বজায় রাখেননি। অর্ধকোটি লোকের বাসস্থান খার্তুম জুড়ে বাসিন্দাদের খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সংঘর্ষে এ পর্যন্ত পাঁচ শতাধিক নিহত এবং ৪ হাজার ২শ জন আহত হয়েছে। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি