ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাকিংহাম প্যালেসে শটগানের কার্তুজ নিক্ষেপ, একজন গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ৩ মে ২০২৩

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসকে লক্ষ্য করে শটগানের কার্তুজ নিক্ষেপ করার ঘটনায় একজনকে  গ্রেফতারও করেছে পুলিশ। 

লন্ডন মেট্রোপলিটন পুলিশ ঘটনা এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক অনুষ্ঠানের মাত্র ৩ দিন আগে এই ঘটনা ঘটল।

পুলিশ জানিয়েছে, কার্তুজ নিক্ষেপকারী লোকটি বাকিংহাম প্যালেসের ফটকের দিকে অগ্রসর হতে শুরু করলে পুলিশ দ্রুত গিয়ে ওই ব্যক্তিকে ধরে  ফেলে।

পরে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এ ঘটনার পরপরই আগামী ৬ মে চার্লসের রাজ্যাভিষেকের জন্য রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি