স্কুল বন্ধ করে দেওয়ায় পোলিশ দূতকে ডেকে পাঠিয়েছে রাশিয়া
প্রকাশিত : ১৪:৩২, ৩ মে ২০২৩
রাশিয়া লিশ দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়েছে। ওয়ারশ সেখানে রাশিয়ার দূতাবাস পরিচালিত একটি স্কুল বন্ধ করে দেওয়ার পর তাকে ডেকে পাঠানো হলো। খবর এএফপি’র।
পোল্যান্ড ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিকভাবে একটি উত্তেজনাপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়াার পর এই সম্পর্কের আরো অবনতি ঘটে।
রাশিয়ার কূটনীতিকদের সন্তানদের পড়ালেখার জন্য মস্কো পরিচালিত একটি স্কুল ওয়ারশ বন্ধ করে দেওয়ার তিন দিন পর বার্তা সংস্থা রিয়া নভোস্তি পরিবেশিত এক ভিডিও ফুটেজে কূটনীতিক জ্যাসেক স্লাদেউস্কিকে মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে।
পোল্যান্ড শনিবার ওই ¯ু‹ল ভবন বন্ধ করে দিয়ে বলেছে যে এটি ওয়ারশ নগরীর অধিকারভূক্ত এবং কোন আইনি ভিত্তি ছাড়াই এটি পরিচালনা করা হচ্ছিল।
এদিকে রাশিয়া বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন এবং মস্কো এমন পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
মঙ্গলবার ক্রেমলিন বলেছে, পোল্যান্ড ও রাশিয়ার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ‘ভাল কিছু আশা করা যায় না।’
সূত্র: বাসস
এসবি/
আরও পড়ুন