পুতিনের বাসভবনে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন
প্রকাশিত : ০৮:৫৫, ৪ মে ২০২৩
মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন পুতিন কিংবা মস্কোকে আক্রমণ করে না। জানান, এই ধরনের অনাবশ্যক ঘটনা সংঘটিত করার মতো যথেষ্ঠ অস্ত্র ইউক্রেনের হাতে নেই।
এর আগে, রাশিয়ার সরকার অভিযোগ করে বলে, পুতিনকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। হামলায় পুতিন আহত হননি এবং ক্রেমলিন ভবনের কোনো বস্তুগত ক্ষতি হয়নি বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। ক্রেমলিন সতর্ক করেছে, রাশিয়া প্রতিশোধ নেয়ার অধিকার রাখে।
সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সঙ্গে সীমান্তে রুশ শহরগুলোতে ড্রোনসহ বিভিন্ন ধরনের হামলা বেড়েছে। রুশ সেনারা পাল্টা আক্রমণ শুরুর কথা জানিয়েছেন। তার অংশ হিসেবেই এসব হামলা হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
এসবি/
আরও পড়ুন