ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের মধ্যাঞ্চল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ৫ মে ২০২৩

জাপানের মধ্য ইশিকাওয়া অঞ্চলে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩ । তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

জাপান আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ২টা ৪২ মিনিটে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে আঘাত হানে।
জাপান রেলওয়ে জানায়, এ ভূমিকম্পের কারণে জনপ্রিয় পর্যটন কেন্দ্র নাগানো ও কানাজাওয়ার মধ্যে বুলেট ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২।

জাপানের অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ারে’ হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হেনে থাকে।
 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি