ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৭ ঘণ্টা পর উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৮, ৬ মে ২০২৩

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত ২টি বগি উদ্ধার হয়েছে। এর মধ্য দিয়ে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদি বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশনে লাইনচ্যুত বগি দুটি সড়িয়ে নেয় রিলিফ ট্রেন।

বাংলাদেশ রেলওয়ে সিরাজগঞ্জ বাজারের উপ-বিভাগীয় প্রকৌশলী (রেলপথ) আহসানুর রহমান জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে ঈশ্বরদি বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশনে লাইন শাস্টিং (লাইন পরিবর্তন) এর সময় মালবাহি একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়া পরে রিলিফ ট্রেন এনে নয়টার দিকে লাইনচ্যুত বগি দুটি সড়িয়ে নেয়া হয়। 

উল্লাপাড়ার মোহনপুর স্টেশনে আটকে থাকা ঢাকামুখি মৈত্রি এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার মাধ্যমে সচল হয় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ। এর আগে শুক্রবার দুপুর দুইটার দিকে বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া ষ্টেশনে লাইন শাল্টিং (লাইন পরিবর্তন) করার সময় মালবাহি দুটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। 

ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি