ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কৃষ্ণ সাগরের উপর পোলিশ বিমানকে আটকালো রাশিয়ান জেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ৭ মে ২০২৩

Ekushey Television Ltd.

একটি রাশিয়ান যুদ্ধ বিমান কৃষ্ণ সাগরের উপর ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থার জন্য টহলরত একটি পোলিশ বিমানকে বাধা দিয়েছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার বলেছে, তারা মস্কোর এই ‘আক্রমনাত্মক এবং বিপজ্জনক’ আচরণের নিন্দা করেছে।

মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পোলিশ বর্ডার গার্ড প্লেনটি শুক্রবার রোমানিয়ান সীমান্ত পুলিশের সাথে নিয়মিত ফ্রন্টেক্স (ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি) টহলে ছিল যখন রাশিয়ান সুখোই এসইউ-৩৫ ফাইটার বারবার ‘আক্রমনাত্মক এবং বিপজ্জনক কৌশলে’ এটিকে আটকানোর চেষ্টা করে।

এতে বলা হয়েছে, ঘটনার সময় রোমানিয়ান এবং স্প্যানিশ বিমানগুলোকে ন্যাটো ‘প্রাক- সতর্কতা’ জানিয়েছিল। তবে পোলিশ ক্রুরা নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছিল।

মন্ত্রণালয় জানিয়েছে, রোমানিয়ার আকাশসীমা থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে ‘কৃষ্ণ সাগরের উপর আন্তর্জাতিক আকাশসীমায়’ ঘটনাটি ঘটেছে।

বুখারেস্ট বলেছে, ‘এই ঘটনাটি কৃষ্ণ সাগরে রাশিয়ান ফেডারেশনের উস্কানিমূলক ঘটনার আরও একটি প্রমাণ।’

ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের সাথে এএফপি যোগাযোগ করলে তারা তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি। পোলিশ সীমান্তরক্ষীরা এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, তবে রবিবার একটি বিবৃতি জারি করা হবে বলে তারা জানায়।

পোলিশ বিমানটি ১৯ এপ্রিল থেকে রোমানিয়াতে মোতায়েন করা হয়েছে এবং ১৭ মে পর্যন্ত সেখানে থাকার কথা, রোমানিয়ার উদ্যোগে ফ্রন্টেক্স অপারেশনে স্পেন এবং সুইডেনও রয়েছে।

সূত্র: বাসস
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি