ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুইজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ৮ মে ২০২৩ | আপডেট: ১৪:১৪, ৮ মে ২০২৩

ভারতে একটি মিগ-২১ সামরিক বিমান সোমবার একটি বাড়ির ওপর বিধ্বস্ত হলে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ এ কথা জানায়।

পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এ দুর্ঘটনার পর পুলিশ কর্মকর্তা সুধীর চৌধুরী এএফপি’কে বলেন,  মিগ বিমানটি একটি বাড়ির ওপর বিধ্বস্ত হলে দুইজন মারা যায় ও তিনজন আহত হয়েছে। ভারতের বিমান বাহিনী বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে এবং পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। খবর এএফপি’র।

‘আইএএফ টুইট করেছে, আইএএফ’র একটি মিগ-২১ বিমান আজ সকালে নিয়মিত প্রশিক্ষণের সময় সুরতগড়ের কাছে বিধ্বস্ত হয়।’ এতে আরো বলা হয়, ‘পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন। তবে তিনি সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।
রাশিয়ার মিগ-২১ জেট গুলি ১৯৬০-এর দশকে ভারতীয় পরিষেবায় প্রবেশ করে এবং কয়েক দশক ধরে দেশের বিমান বাহিনীর মেরুদন্ড হিসেবে কাজ করে যাচ্ছে। তবে নিরাপত্তা ব্যবস্থা দূর্বল হওয়ায় গত কয়েক দশকে অসংখ্য দুর্ঘটনার কারণে বিমানগুলিকে ‘উড়ন্ত কফিন’ বলা হয়ে থাকে।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি