ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

গভীর রাতে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ৯ মে ২০২৩

অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। আহত হয়েছেন বহু ফিলিস্তিনি।

সোমবার দিবাগত রাত ২টার দিকে এই হামলা চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

গাজা শহরের একটি বহুতল ভবনে হামলায় শিশুসহ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাণহানি ঘটেছে দক্ষিণের রাফা শহরের একটি বাড়িতে বিমান থেকে ছোড়া গোলার আঘাতে। 

এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন জানিয়েছে, তাদের তিন নেতা বিমান হামলায় নিহত হয়েছেন। 

অন্যদিকে, এই হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালাতে পারে বলে ধারণা করছে জেরুজালেম। এর ফলে গাজা ভূখণ্ডের ৪০ কিলোমিটারের মধ্যে থাকা ইসরায়েলি বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নির্দেশনা জারি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

কয়েকদিন আগে, ইসরায়েলের কারাগারে ৮৭ দিনের অনশনে মারা যান ফিলিস্তিনি যুদ্ধবন্দি খাদের আদনান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফিলিস্তিনজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। 

এরপর থেকেই গাজায় বিভিন্নভাবে হামলা বাড়ায় ইসরায়েলের সেনারা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি