ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৭ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ১১ মে ২০২৩

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশু ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭০ জন। বুধবার ইসলামিক জিহাদ আন্দোলনের রকেট হামলার জবাবে রাতভর এই হামলা চালানো হয়। 

হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ আন্দোলনের  কমান্ডার আলি ঘানিসহ কয়েকজন নেতা নিহত হয়েছে বলে জানানো হয়েছে। তবে বেসামরিক মানুষ হত্যার কথা অস্বীকার করেছে ইসরায়েল। পাশাপাশি গাজা থেকে রকেট ছোড়া হচ্ছে বলে দাবি করেছে তারা।

এর আগে বুধবার তেল আবিবের  দিকে ২৭০টি রকেট ছোড়ার কথা জানায় পিআইজে। তবে এর বেশিরভাগই প্রতিহতের দাবি করে ইসরায়েল। গাজায় গত সোমবার রাতে ইসরায়েলি বিমান হামলায় ১৫ জন নিহতের পর থেকেই পাল্টাপাল্টি হামলা চলছে দুই পক্ষের মধ্যে। 

এসবি/ 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি