ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

মিয়ানমারের খুব কাছে ঘূর্ণিঝড় মোখা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ১৪ মে ২০২৩

আজ রোববার দুপুরের মধ্যে মিয়ানমার অতিক্রম করবে ঘূর্ণিঝড় মোখা। দেশটিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

দেশটির সংবাদমাধ্যম বলছে, মিয়ানমারের খুব কাছাকাছি অবস্থান করছে মোখা। এরইমাঝে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে, দেশটির প্রায় সব শহর ও গ্রামে ঝড়ের প্রভাব অনুভূত হচ্ছে। 

আবহাওয়া বিভাগ বলছে, ঝড়ের মূল ধাক্কা যাবে রাখাইন ও আয়রাবতীর বিভিন্ন গ্রাম ও শহরের ওপর দিয়ে। আশঙ্কা করা হচ্ছে ভূমিধসেরও। 

দেশটির উপকূলীয় অঞ্চলগুলোতে আশ্রয়কেন্দ্রের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশ কম। তাই বাড়িঘর ছেড়ে আসা আশ্রয়প্রার্থীদের অনেকেই শহরের বিভিন্ন স্কুল, বৌদ্ধ মঠে আশ্রয় নিয়েছেন।

মিয়ানমানের জান্তা সরকার বলছে, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে তারা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি