ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঘূর্ণিঝড়ে মিয়ানমারে নিহত ৫, ব্যাপক ক্ষয়ক্ষতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ১৫ মে ২০২৩

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মিয়ানমারের রাখাইনে এ পর্যন্ত মারা গেছে পাঁচজন। আকস্মিক বন্যায় সিটওয়ের কিছু অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম বলছে, প্রবল বৃষ্টিপাত এবং দমকা হাওয়ায় ভেঙে পড়েছে টেলিযোগাযোগ সেবা, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ীঘর ও গাছপালা। 

মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী এনইউজে সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ে ইরাবতী এবং মান্দালায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।

মিয়ানমারের সামরিক তথ্য অফিস জানিয়েছে, সিটওয়ে থেকে তিন লাখ বাসিন্দার মধ্যে চার হাজারেরও বেশি মানুষকে অন্য শহরে সরিয়ে নেয়া হয়েছে। ২০ হাজারেরও বেশি মানুষ শহরের উচ্চভূমিতে অবস্থিত মঠ, প্যাগোডা ও স্কুলের মতো মজবুত ভবনগুলোতে আশ্রয় নিয়েছেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি