ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩, পুলিশসহ আহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ১৬ মে ২০২৩

যুক্তরাষ্ট্রের ফার্মিংটন শহরে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় দুই পুলিশসহ আহত হয়েছেন আরও নয়জন।

সংবাদমাধ্যমগুলো জানায়, একটি গির্জার বাইরে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ১৮ বছর বয়সী ওই বন্দুকধারী। এ সময় জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় আশেপাশের রাস্তাঘাট এবং শহরের স্কুলগুলো। সতর্কতা নেয়া হয় শপিংমলগুলোতেও। 

পুলিশের ভাষ্যমতে, হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনও।

বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ২২৫টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা লিপিবদ্ধ হলো যুক্তরাষ্ট্রে। বন্দুকধারীর হামলায় চার জনের বেশি হতাহতের ঘটনাকে বিবেচনা করা হয় ম্যাস শ্যুটিং হিসেবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি