ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাশিয়ার ৬টি সুপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি কিয়েভের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ১৬ মে ২০২৩

ইউক্রেন দাবি করেছে, তারা গতরাতে রাশিয়ার ছয়টি সুপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ টুইটারে এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের বিমান বাহিনীর আরেকটি অবিশ্বাস্য সাফল্য। গতরাতে আমাদের আকাশ রক্ষীরা রাশিয়ার ছয়টি হাইপারসনিক কিনজল ক্ষেপণাস্ত্র এবং ১২টি অন্যান্য ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ইউক্রেন তার প্রথম কিনজাল ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার এক সপ্তাহ পর বিবৃতিটি এসেছে।

 

সূত্র: বাসস

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি