ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

রাশিয়ার নজিরবিহীন বিমান হামলার নিন্দা ইউক্রেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ১৮ মে ২০২৩

শস্য চুক্তির একদিন পর রাজধানী কিয়েভসহ এর আশপাশ এলাকায় রাশিয়ার ব্যাপক বিমান হামলার নিন্দা জানিয়েছে ইউক্রেন।

কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানীর জন্যে রাশিয়ার সাথে চুক্তির মেয়াদ দুই মাস বাড়ানোর কাজ সম্পন্ন করার একদিন পর বৃহস্পতিবার রাশিয়া একের পর এক বিমান হামলা চালায় বলে অভিযোগ করে ইউক্রেন। এ কারনে চুক্তির কার্যকারিতা নিয়ে খুব দ্রুতই সন্দেহ দেখা দিয়েছে।

যদিও যুদ্ধরত দ’ুপক্ষের মধ্যে এ ধরনের চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।

কিয়েভের বেসামরিক ও সামরিক প্রশাসনের প্রধান সারহি পপকো বলেছেন, কিয়েভের ওপর রাশিয়ার একের পর এক হামলা অব্যাহত রয়েছে।

তবে রাজধানী থেকে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।  

সামরিক সূত্র বলছে, বন্দর নগরী ওডেসায় একটি শিল্প অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও আরো দ’ুজন আহত হয়েছে।

পোপকো জানান, কিয়েভে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। তিনি জনগণকে বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়ে থাকার অনুরোধ জানান।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি