ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

জি-সেভেন বৈঠক: চীন ও রাশিয়ার ওপর আসতে পারে নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১৯ মে ২০২৩

চীন ও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্য নিয়ে জাপানের হিরোশিমায় আলোচনায় বসেছেন জি-সেভেন নেতারা।

বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া জি-সেভেন সম্মেলনে আলোচ্যসূচির শীর্ষে রয়েছে ইউক্রেনে রাশিয়ার ১৫ মাসের অভিযান। যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরো বাড়াবে। আর, যুক্তরাজ্য বলছে, রাশিয়ার হীরা আমদানি বন্ধ করবে তারা। বিশ^ অর্থনীতির শীর্ষ জোটটির শ্যেনদৃষ্টি পড়েছে চীনের দিকেও।

নিষেধাজ্ঞা আসতে পারে যুদ্ধরত রাশিয়ার সাম্প্রতিক মিত্র দেশটির ওপরেও। তবে আলোচনায় পারমাণবিক নিরস্ত্রীকরণে বিশেষ জোর দিচ্ছে জাপান। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির ভাষণ দেয়ার কথা রয়েছে। বিভিন্ন পরিসংখ্যান বলছে, গত তিন মাসে আরও ১ দশমিক ৯ শতাংশ সংকুচিত হয়েছে রাশিয়ার অর্থনীতি। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি