ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

প্রশান্ত মহাসাগরে ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ১৯ মে ২০২৩

নিউ ক্যালেডোনিয়ার দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরে একটি ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ক্যালেডোনিয়া, ফিজি ও ভানুয়াতু এই তিন দেশে সুনামির সতর্কতা জারি করেছে মার্কিন ভূতাত্ত্বিক পরিষেবা। 

শুক্রবার সকালে ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরতায় আঘাত হানে। নিউ ক্যালেডোনিয়া, ফিজি এবং ভানুয়াতু অঞ্চলে সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১ হাজার কিলোমিটারের মধ্যে সুনামি হতে পারে বলে প্রশান্ত মহাসাগরীয় সতর্কতা কেন্দ্র জানিয়েছে।

সূত্র: ডেইলি মেইল

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি