ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

হিরোশিমায় জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ১৯ মে ২০২৩

Ekushey Television Ltd.

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্যক্তিগতভাবে এই বছর জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন (জি৭) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। বৃহস্পতিবার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ এ কথা জানিয়েছে।

বৈঠকে জেলেনস্কির ভার্চুয়ালি অংশগ্রহণের কথা আগেই জাপানের কর্মকর্তারা ঘোষণা করেছিলেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বৃহস্পতিবার বলেছেন, জেলেনস্কি রবিবার নেতাদের বৈঠকে কার্যত উপস্থিত হওয়ার কথা ছিল, তবে পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে ইউক্রেনের নেতা এখন শীর্ষ সম্মেলনের জন্য হিরোশিমায় আসতে চলেছেন। কোন দিন তিনি যোগ দেবেন তা এখনও নিশ্চিত নয়।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি