ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইতালিতে বন্যায় ১৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ১৯ মে ২০২৩

ইতালিতে ২০টিরও বেশি নদীর তীর প্লাবিত হয়ে সৃষ্ট বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে। বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে ১৩ হাজার পরিবার।

পানি-কাদায় প্লাবিত দেশটির হাজারো গ্রাম। ঘটেছে ২শ’৮০টি ভূমিধসও। বেশকিছু অঞ্চলে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতির অবনতিতে উদ্ধারকাজে বেগ পোহাতে হচ্ছে উদ্ধারকর্মীদের। দুর্গতদের বাড়ি-ঘর ছাড়তে সহায়তাও করছেন তারা। ইতালির আবহাওয়া বিভাগ জানায়, গেল ৩৬ ঘণ্টার মধ্যে এলাকাভেদে বৃষ্টিপাত হয়েছে ২০ থেকে ৫০ সেন্টিমিটার পর্যন্ত। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি