ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ইউক্রেনকে অত্যাধুনিক ফাইটার জেট দিচ্ছেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ২০ মে ২০২৩ | আপডেট: ০৮:৫১, ২০ মে ২০২৩

জি-৭ সম্মেলনে রাশিয়ার হীরা বাণিজ্যে নিষেধাজ্ঞা ঘোষণার পর ইউক্রেনকে অত্যাধুনিক ফাইটার জেট বিমান দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জাপানে চলমান জি-সেভেন সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন জানান, এসব ফাইটার জেটের মধ্যে যুক্তরাষ্ট্রে নির্মিত এফ- সিক্সটিনও রয়েছে।  

পরে হোয়াইট হাউজ জানায়, এসব যুদ্ধবিমান চালাতে পাইলটদের প্রশিক্ষণও দেবে যুক্তরাষ্ট্র। 

বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, নেদারল্যান্ড, বেলজিয়াম ও ডেনমার্ক। 

সম্মেলনে রাশিয়ার হীরা বাণিজ্যে নিষেধাজ্ঞায়ও সম্মত হয়েছেন জি সেভেন নেতারা। দেশটির শিল্প যন্ত্রপাতি, সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র নির্মাণে ব্যবহৃত অন্য প্রযুক্তিগুলোও রয়েছে নিষেধাজ্ঞার আওতায়।

এএইচ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি