ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

মালদায় বাজির গুদামে বিস্ফোরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ২৩ মে ২০২৩

পশ্চিমবঙ্গে আবার বাজির গুদামে বিস্ফোরণ। এবার ঘটনাস্থল মালদা। পুলিশ প্রাথমিক রিপোর্টে জানিয়েছে, ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর আগুন লেগে যায় গুদামে। নিহত ও আহত সকলেই শ্রমিক বলে জানা গেছে।

দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনো স্পষ্ট নয়। ওই গুদামটিতে বাজি রাখার লাইসেন্স ছিল কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। মঙ্গলবার ভোর পৌনে সাতটা নাগাদ ইংরেজবাজার অঞ্চলের নেতাজি পুরবাজার এলাকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। প্রথমে স্থানীয় মানুষ ভেবেছিলেন, বোমা ফেটেছে। পরে জানা যায়, বাজারে বাজির গুদামে বিস্ফোরণ হয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে সেখানে।

এর আগে এগরা এবং বজবজে একইভাবে বাজির কারখানায় বিস্ফোরণ হয়। দুই জায়গাতেই বহু মানুষের মৃত্যু হয়েছে। দুই জায়গাতেই দেখা গেছে, বেআইনিভাবে বাজির কারখানাগুলি চলছিল। বজবজের ঘটনার পর পুলিশ প্রায় ৩৭ হাজার কেজি বাজি উদ্ধার করেছে বলে দাবি।

এদিকে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের জের এসে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও। শাসক এবং বিরোধী দুই পক্ষই বিতর্কে নেমে পড়েছে। মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষজ্ঞ কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সেই কমিটি তৈরি হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের ওই কমিটিতে রাখা হয়েছে। দুইমাসের মধ্যে বাজি নিয়ে রাজ্যের পরিস্থিতির রিপোর্ট দিতে বলা হয়েছে তাদের। বাজি নিয়ে একটি ক্লাস্টার তৈরি করা যায় কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে ওই কমিটিকে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি