ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ইরানে আটক বেলজিয়ামের ত্রাণ কর্মী দেশে ফিরেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ২৭ মে ২০২৩

বেলজিয়ামের ত্রাণ কর্মী অলিভিয়ার ভান্দেকাস্টিলে শুক্রবার রাতে একটি সামরিক বিমানে করে স্বদেশে ফিরেছেন। তিনি দীর্ঘ ১৫ মাস ইরানে বন্দি ছিলেন। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজ থেকে এ কথা জানা যায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ৪২ বছর বয়সী ফরাসি-ভাষী বেলজিয়ামের এ নাগরিককে  শুক্রবার মুক্তির পর ব্রাসেলসের কাছে মেলসব্রোক সামরিক ঘাঁটির টারমাকে তার বাবা-মা, বোন এবং পরিবারের অন্য সদস্যরা অভ্যর্থনা জানায়।

আরটিএল-টিভিআই চ্যালেলে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ওমান থেকে তাকে ফিরিয়ে আনা বিমানটি রাত সাড়ে ৯টার কিছু পর অবতরণ করে।

সূত্র:বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি