ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

তুরস্কের প্রেসিডেন্ট নির্ধারণ হচ্ছে কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ২৭ মে ২০২৩

তুরস্কের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন কাল। আর এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী পাঁচ বছরের জন্য দেশটির পরবর্তী প্রেসিডেন্ট।

নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে চরম উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে। বেশ কয়েকটি স্থানে এরদোয়ান এবং কিলিচদারোগলুর সমর্থকদের মাঝে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট শাসন প্রতিষ্ঠার পর এবারই প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট দিতে যাচ্ছেন ভোটাররা।

এদিকে, তুরস্কের বেশিরভাগ ভোটার মনে করছেন ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানই আবার প্রেসিডেন্ট হবেন। গত ১৪ মে তুরস্কের নির্বাচনে রিসেপ তাইয়্যেব এরদোয়ান পান ৪৯ দশমিক ৫০ শতাংশ।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি