ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

কিয়েভে ইরানের তৈরি ড্রোন ও মিসাইল নিক্ষেপ রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬, ৩০ মে ২০২৩

রুশ বাহিনী কিয়েভে ইরানের তৈরি ড্রোন ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছ বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। 

রোববার রাতের হামলায় ৩৬টি ড্রোন ধ্বংস করা সম্ভব হলেও এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছেন৷

কিয়েভের প্রশাসন বলছে, চলতি মাসে এই নিয়ে ১৫ বার জোরালো হামলা চালালো রাশিয়া৷ বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হলেও রাজধানীর মানুষ প্রবল চাপের মুখে রয়েছেন৷

শত্রুপক্ষ শহরের বেসামরিক জনগণকে গভীর মনস্তাত্বিক উত্তেজনায় রাখতে এমন হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে ইউক্রেন। 

৪০টিরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পেরেছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী৷ 

শহরের মেয়র এক বার্তায় ‘কিয়েভে আরও এক কঠিন রাত’ উল্লেখ করেন৷ 

যদিও রাশিয়া এমন হামলা সম্পর্কে কোনো মন্তব্য করছে না। 

ইউক্রেন প্রকাশ্যে দায় স্বীকার না করলেও সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে একাধিক হামলার জন্য মস্কো কিয়েভকে দোষ দিচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি