লিবিয়ায় ২৩ জন আইএস জঙ্গীকে মৃত্যুদণ্ড
প্রকাশিত : ০৮:৫০, ৩০ মে ২০২৩
লিবিয়ার একটি আদালত প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত ২৩ জন আইএস জঙ্গীকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের হামলায় মিশরীয় কপটিক খৃষ্টানসহ কয়েক ডজন মানুষ নিহত হয়।
একই অভিযোগে দোষী সাব্যস্ত অন্য ১৪জন জঙ্গীকে মিসরাটার আপিল আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
আদালত ৯জন আসামীকে ৩ থেকে ১২ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়। ৫ জন সন্দেহভাজনকে খালাস দেয়া হয়।
২০১১ সালে লিবিয়ায় বিদ্রোহ এবং বহুদিনের শাসক গাদ্দাফি নিহত হবার পর সে দেশে যে অশান্ত অবস্থা তৈরি হয়, আইএস এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠী তার সুযোগ নেয়। তারা গাদ্দাফির জন্মস্থান সির্তে এবং ডের্নাসহ কিছু শহর দখল করে নেয়।
২০১৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ সমর্থিত ন্যাশনাল আকোর্ড সরকারের বাহিনী ঐ জঙ্গীদের উৎখাত করে। দুই বছর পর কমান্ডার খালিফা হিফটারের বাহিনী ডের্না পুনর্দখল করে।
লিবিয়ার কারাগারে শত শত কথিত আইএস যোদ্ধা আটক আছে, যাদের অনেকেই বিচারের অপেক্ষায় আছে।
সূত্র: ভয়েস অব আমেরিকা
এসবি/
আরও পড়ুন