ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নিউজিল্যান্ডে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ৩১ মে ২০২৩

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। প্রায় জনবসতিহীন অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়।

বুধবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

নিউজিল্যান্ডের জিওনেট পর্যবেক্ষণ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার (২১ মাইল) গভীরে। এতে নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে তাৎক্ষণিকভাবে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতিরও কোন খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের বড় নগরী ইনভারকার্গিলের এক কর্মকর্তা জানান, নগরীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে অবকাঠামোর কোন ক্ষতি হয়েছে এমন কোন খবর পাওয়া যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি