ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১শ’ জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ৬ জুন ২০২৩

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২৭৮ জনের মধ্যে এখনও ১শ’ জনের নাম-পরিচয় শনাক্ত হয়নি। 

কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে ভুবেনেশ্বর হাসপাতালের মর্গে রাখা আছে ১৯৩টি মরদেহ। এরমধ্যে ৮০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। এ পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ৫৫ জনের মরদেহ। 

এছাড়া দুর্ঘটনায় আহত ১ হাজার ১শ’ জনের মধ্যে ৯শ’ মানুষ এরইমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকি ২শ’ জন ওড়িশার বিভিন্ন হাসপাতালে ভর্তি। 

এদিকে আজ ভুবনেশ্বরে দুর্ঘটনায় আহতদের দেখতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি