ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু সব সময় গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫০, ৬ জুন ২০২৩

Ekushey Television Ltd.

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামের অনুপ্রেরণা। তিনি সারাজীবন নির্যাতিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু সব সময় গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন।

গত ৩ জুন স্থানীয় সময় বিকেলে রাজধানী কুয়ালালামপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নবগঠিত মালয়েশিয়া কমিটির উদ্যোগে "বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা " শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার নবগঠিত কমিটির সভাপতি দাতো আব্দুল  রউফ লিটনের সভাপতিত্বেও  সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক ও জহিরুল ইসলাম জহিরের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় উদ্বোধক ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধরন সম্পাদক এডভোকেট নূরুল ইসলাম ঠান্ডু। প্রধান আলোচক ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট ড. মশিউর মালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লে.কর্ণেল (অব) মোহাম্মদ নূরুল ইসলাম হিরু এমপি, আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি, মালয়েশিয়ায় নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর।
আমন্ত্রিত অতিথি ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দাতো শ্রী কামরুজ্জামান কামাল, সাধারন সম্পাদক অহিদুর রহমান অহিদ।  এ ছাড়া উপস্থিত ছিলেন বঙ্গন্ধু ফাউন্ডেশন নবগঠিত মালয়েশিয়া কমিটির সহ সভাপতি  মোঃ খাইরুলসহ আরো অনেকেই।  

আলোচনায় সভায় বক্তারা বলেন, আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা ও দেশপ্রেমকে বুকে ধারণ করে সোনার বাংলা বাস্তবায়নে কাজ করি তাহলে তার স্বপ্ন পূরণ হবে এবং শান্তি প্রতিষ্ঠা হবে।’ অনুষ্ঠান শেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি