ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৭ বছর পর সৌদিতে দূতাবাস খুললো ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ৭ জুন ২০২৩ | আপডেট: ১২:০৩, ৭ জুন ২০২৩

সৌদি আরবের রিয়াদে ইরানের দূতাবাস

সৌদি আরবের রিয়াদে ইরানের দূতাবাস

Ekushey Television Ltd.

সৌদি আরবে দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলো আজ বুধবার আবারও খুলতে যাচ্ছে ইরান। এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর মধ্যপ্রাচ্যের দুই গুরুত্বপূর্ণ দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক শুরু হতে যাচ্ছে। 

পাশাপাশি, ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসিতেও ইরানের স্থায়ী প্রতিনিধি কাজ শুরু করবেন। 

রিয়াদে অবস্থিত ইরানি দূতাবাস এবং জেদ্দায় ইরানি কনস্যুলেট নিজেদের হজ যাত্রীদের প্রয়োজনীয় কাজকর্ম দেখভালের কাজ এরই মধ্যে শুরু করেছে। 

চীনের মধ্যস্থতায় গত ১০ মার্চ বেইজিংয়ে কূটনীতিক সম্পর্ক শুরুর বিষয়ে চুক্তি সই করেন ইরান ও সৌদি আরবের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা। গত মাসে শীর্ষ কূটনীতিক আলী রেজা এনায়েতিকে রিয়াদে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় ইরান। 

এরই ধারাবাহিকতায় সৌদি আরবে নিজের দূতাবাস চালু করছে তেহরান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি