ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ফ্রান্সে পার্কে ছুরি হামলায় ৪ শিশুসহ ৬ জন আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২০, ৮ জুন ২০২৩

Ekushey Television Ltd.

ফ্রান্সের একটি পার্কে ছুরি হামলায় ৪ শিশুসহ ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে ২ শিশু এবং এক ব্যাক্তির অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার দেশটির অ্যানেসি শহরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল পার্কে খেলার সময় শিশুদের উপর এক ব্যাক্তি ছুরি দিয়ে হামলা চালায়।

পরে ঘটনা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এ সময় হামলাকারীর পায়ে গুলি করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রফতার হওয়া ৩১ বছর বয়সি ব্যাক্তি একজন সিরীয় নাগরিক। এবং সে সুইডেনে শরণার্থী হিসেবে বসবাস করছে। আহত শিশুদের বয়স ৩ বছরের কাছাকাছি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই ঘটনায় ফ্রান্সেরপার্লামেন্টে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি