ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কানাডায় ভয়াবহ দাবানল; পুড়ে গেছে ৩৮ লাখ হেক্টর জমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬, ৯ জুন ২০২৩

কানাডা পূর্ব ও পশ্চিম অঞ্চলে ছড়িয়ে পড়ছে দাবানল। বৃহস্পতিবার দাবানলের কারণে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। 

কানাডার জরুরি প্রস্তুতি মন্ত্রী বিল ব্লেয়ার জানিয়েছেন, প্রায় ৩৮ লাখ হেক্টর জমি ইতিমধ্যেই পুড়ে গেছে। দাবানলে পুড়ে যাওয়া জমির এই হার গত ১০ বছরের গড় থেকে প্রায় ১৫ গুণ বেশি।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। 

ট্রুডো টুইটারে বলেছেন, ‘এই দাবানল দৈনন্দিন রুটিন, জীবন ও জীবিকা এবং আমাদের বায়ুর গুণমানকে প্রভাবিত করছে।’

পূর্বাঞ্চলীয় প্রদেশ কুইবেকে দাবানল সবচেয়ে ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়েছে। ১১ হাজারেরও বেশি লোককে কুইবেকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে হয়েছে।

ব্রিটিশ কলাম্বিয়াকে দ্বিতীয় বৃহত্তম দাবানলের মুখোমুখি হচ্ছে। বৃহস্পতিবার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। কানাডার তেল ও গ্যাস শিল্পের কেন্দ্র আলবার্টায় দাবানল কিছুটা কম ছড়িয়েছে। তবে প্রদেশের দক্ষিণে তিন হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি