ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

ইউক্রেন পাল্টা অভিযান শুরু করেছে: জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ১১ জুন ২০২৩

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত 'কাউন্টার অফেন্সিভ' বা পাল্টা অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন এখন 'কাউন্টার অফেন্সিভ এবং ডিফেন্সিভ অ্যাকশন নেওয়া হচ্ছে'।

তবে পাল্টা-অভিযান শুরুর তথ্য নিশ্চিত করলেও, অভিযান কোন পর্যায়ে আছে এবং কোন অঞ্চলে হচ্ছে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলবেন না বলে জানিয়েছেন।

ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি এবং লড়াই ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এমন ধারণার মধ্যে মি. জেলেনস্কি ওই মন্তব্য করলেন।

ইউক্রেনীয় সৈন্যরা পূর্বে বাখমুতের কাছে এবং দক্ষিণে জাপোরিশার কাছে অগ্রসর হয়েছে বলে জানা গেছে এবং রুশ লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলা চালিয়েছে।

তবে ফ্রন্টলাইন মানে যুদ্ধের ময়দানে ঠিক কী ঘটছে তার বাস্তবতা মূল্যায়ন করা কঠিন, কেননা যুদ্ধরত দুই পক্ষ বিপরীতমুখী কথা বলছেন।

ইউক্রেন এই যুদ্ধে তাদের অগ্রগতির দাবি করছে, এবং রাশিয়ার দাবি তারা সব হামলা প্রতিহত করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার প্রকাশিত একটি ভিডিও সাক্ষাত্কারে বলেছেন, ইউক্রেনীয় বাহিনী তাদের আক্রমণ শুরু করেছে।

তবে তাদের এই ব্যাপক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ইউক্রেনের অনেক সৈনিক হতাহত হয়েছেন বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে আলোচনার পর শনিবার কিয়েভে এক বক্তৃতায় জেলেনস্কি রুশ প্রেসিডেন্টের কথাকে 'ইন্টারেস্টিং' বলে বর্ণনা করেছেন।

কাঁধ ঝাঁকিয়ে, ভ্রু উঁচিয়ে এবং পুতিন কে তা জানেন না এমন ভঙ্গি করে জেলেনস্কি বলেছেন যে, "এটি গুরুত্বপূর্ণ যে রাশিয়া বুঝতে পেরেছে যে, 'তাদের আর বেশি দিন বাকি নেই'।"

তিনি আরও বলেন, ইউক্রেনের সামরিক কমান্ডাররা ইতিবাচক মেজাজে আছেন, "এটি পুতিনকে বলুন।"

ট্রুডো তার এই অঘোষিত সফরে এসে, ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে নতুন করে ৫০০ মিলিয়ন কানাডিয়ান ডলার দেয়ার ঘোষণা দেন।

দ্বিপক্ষীয় আলোচনার পর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন 'জোটের শর্ত পূরণ করলে' নেটো সদস্যপদ পাওয়ার ব্যাপারে সমর্থন দেবে কানাডা।

তিনি জানিয়েছেন, জুলাইয়ে লিথুয়ানিয়ার ভিলনিয়াসে নেটো সম্মেলনে এ বিষয়ে আলোচনা করা হবে।

এদিকে, গত কয়েকদিন ধরে দক্ষিণাঞ্চলীয় জাপোশিয়ায় লড়াই বাড়ার খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। ওই অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী আজভ সাগরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করছে, যা রুশ বাহিনীকে বিভক্ত করে দিতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

তবে, ইউক্রেনের এই উচ্চাভিলাসী পরিকল্পনা নোভা কাখভকা বাঁধে বিস্ফোরণের ফলে সৃষ্ট ব্যাপক বন্যার কারণে বাধাগ্রস্ত হতে পারে।

দেশটির দক্ষিণে দোনিপ্রো নদীর উভয় পাশে প্রায় ছয়শো বর্গকিলোমিটার এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।

শনিবারের ভাষণে জেলেনস্কি জানিয়েছেন, বন্যা কবলিত খেরসন এবং মাইকোলাইভ অঞ্চল থেকে তিন হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

খেরসনের কর্মকর্তারা জানাচ্ছেন, নদী তীরের ৩০টি গুরুত্বপূর্ণ স্থাপনা প্লাবিত হয়েছে এবং চার হাজার বসতবাড়ি পুরোপুরি তলিয়ে গেছে।

নোভা কাখভকা বাঁধে ধ্বংসের জন্য নেটো এবং ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়াকে দায়ী করে আসছে।

শুক্রবার রাতে রুশ হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ভূপাতিত করা রুশ ড্রোনের টুকরোগুলো কৃষ্ণসাগরের বন্দর সংলগ্ন শহরের একটি আবাসিক ভবনে আছড়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।

জরুরী সেবা সংস্থাগুলো জানিয়েছে, তিন শিশু সহ ২৭ জন আহত হয়েছে এবং আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। তারা বলেন, ভবন থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

এদিকে পোলতাভার মধ্যাঞ্চলে একটি বিমানঘাঁটি লক্ষ্য করে রাতভর রাশিয়া হামলা চালায়।

ইউক্রেনের বিমান বাহিনী অভিযোগ করেছে, ওডেসা অভিযান ছয় ঘণ্টা স্থায়ী হয়েছে এবং তাতে আটটি স্থল-ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ৩৫টি ড্রোন ব্যবহার হয়েছে।

বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো ২০টি ড্রোন এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রে গুলি চালাতে সক্ষম হয়েছে।

ছবিতে দেখা গেছে ওডেসায় একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে একটি কক্ষ ধ্বংসাবশেষে ভরে যায়। ঘরটির জানালাও উড়ে গিয়েছে। অন্যরা মাটিতে একটি বড় গর্ত দেখাতে পান।

পোলতাভা মধ্যাঞ্চলের একটি বিমানঘাঁটিও শনিবার রুশ হামলার শিকার হয়েছে। স্থানীয় গভর্নর বলেছেন যে এতে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলাও হয়েছে।

তিনি বলেন, এটি বিমান ঘাঁটির অবকাঠামো ও যন্ত্রপাতির ক্ষতি করেছে।

এদিকে, উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে পৃথক হামলায় ২৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে, কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র: বিবিসি বাংলা

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি