ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আদালতে হাজিরা দিতে ফ্লোরিডায় পৌঁছেছেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ১৩ জুন ২০২৩

Ekushey Television Ltd.

রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রেখে দেয়ার ঘটনায় অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে হাজিরা দিতে ফ্লোরিডায় পৌঁছেছেন। 

ট্রাম্পের আইনজীবী জানান, আজ মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে। 

ডোনাল্ড ট্রাম্প গত তিনমাসের মধ্যে দ্বিতীয়বারের মতো অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে করা ৩৭ দফা অভিযোগে বলা হয়েছে, স্পর্শকাতর বিভিন্ন সরকারি নথি নিয়ে হেলাফেলা করে রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছেন ট্রাম্প। বাধা দিয়েছেন এ ঘটনার তদন্তেও। 

হোয়াইট হাউস ছাড়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা নথি ব্যবহারে তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রীয় গোপন নথিগুলো ফ্লোরিডার বাসভবনের বাথরুমে রেখেছিলেন ট্রাম্প। যার মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় পরমাণু বিষয়ক ও সামরিক নানা পরিকল্পনাসহ শতশত রাষ্ট্রীয় গোপন নথি সরানোর অভিযোগও আছে। 

এ নিয়ে ট্রাম্প বলেছেন, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ নিতান্তই হাস্যকর এবং ভিত্তিহীন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি