ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আমানতের সুদহার কমালো চীনা ব্যাংকগুলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ১৩ জুন ২০২৩

Ekushey Television Ltd.

ভোক্তা ব্যয় বাড়াতে চীনের বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাঙ্কগুলো এ সপ্তাহে আমানতের সুদ হার কমানোর ঘোষণা দিয়েছে। গত বছরের পর থেকে দ্বিতীয়বারের মতো এই সুদের হার কমানোয় যে উদ্বেগ তৈরি হয়েছে তা হলো, কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে প্রত্যাশা অনুযায়ী চীনের অর্থনীতির শক্তিশালী প্রত্যাবর্তন হয়নি।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, চীনের ছয়টি বাণিজ্যিক ব্যাংক চাহিদা আমানতের সুদের হার ০.২৫% থেকে কমিয়ে ০.২০% শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। নির্দিষ্ট একটি সময়ের জন্য এই সুদের হার কমিয়েছে ব্যাংকগুলো।

চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক পাঁচ বছরের আমানতের সুদ হার ২.৬৫% থেকে কমিয়ে ২.৫% করেছে। এছাড়া তিন বছরের মেয়াদের সুদ হার ২.৬% থেকে কমিয়ে ২.৪৫% করেছে। নীতিনির্ধারকরা ব্যয়কে উদ্দীপ্ত করতেই আমানতের সুদহার কমিয়ে থাকেন। আশা করা হচ্ছে এর মাধ্যমে গ্রাহকরা তাদের সঞ্চয় ব্যাংকে জমা রাখার পরিবর্তে অর্থ ব্যয় বা বিনিয়োগ করতে উৎসাহী হবে।

আর্থিক ফার্ম ম্যাককুয়ারি গ্রুপের প্রধান চীনা অর্থনীতিবিদ ল্যারি হু বলেন, পিপলস ব্যাংক অব চায়না ঋণের হার কমাতে পারে বা অর্থনীতিকে গতিকে ত্বরান্বিত করতেহ আগামী মাসে অন্যান্য পদক্ষেপগুলোও নিতে পারে।

চীনের অর্থনীতি কয়েক দশকের মধ্যে গত বছরের সবচেয়ে ধীরগতি থেকে উত্তরণ ঘটবে এবং ২০-২৩ সালের মধ্যে জিডিপি প্রায় ৫% বৃদ্ধি পাবে। কিন্তু কোভিড বিধিনিষেধ শিথিল করে সেই অবস্থায় উত্তরাণের চেষ্টা করলেও করলেও দেশটির অর্থনৈতিক দুর্বলতা রয়েই গেছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি