ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়ায় পার্লামেন্টে যৌন হেনস্থার শিকার নারী আইনপ্রণেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ১৬ জুন ২০২৩

পার্লামেন্টেই যৌন হেনস্তার শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার একজন নারী আইনপ্রণেতা।

এনডিটিভি বলছে, ভুক্তভোগী ওই নারী আইনপ্রণেতার নাম লিডিয়া থর্প। কীভাবে পার্লামেন্টের ভেতরে যৌন নির্যাতনের শিকার হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন থর্প।

একই সঙ্গে পার্লামেন্ট ভবনটি নারীদের কাজের জন্য নিরাপদ জায়গা নয় বলেও দাবি করেছেন। সহকর্মী সিনেটর ডেভিড ভ্যানের বিরুদ্ধে যৌন নির্যাতন করার এ অভিযোগ তোলেন লিডিয়া থর্প। তবে এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছেন সিনেটর ভ্যান।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি