ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চীনের উন্নয়নশীল দেশের মর্যাদা হারাতে মার্কিন সেনেটে আইন পাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ১৬ জুন ২০২৩

Ekushey Television Ltd.

চীনের ‘উন্নয়নশীল দেশের মর্যাদা’ অপসারণের লক্ষ্যে দ্বিদলীয় আইন অনুমোদন করেছে মার্কিন সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি। গত মার্চে প্রতিনিধি পরিষদে একই রকম আইন পাসের পর এই পদক্ষেপ নিলো সেনেটের ওই কমিটি।

‘ডেভেলপিং নেশন স্ট্যাটাস অ্যাক্ট’ নামের নতুন আইনটি সর্বসম্মতভাবে পাস হয়েছে। এর ফলে ভবিষ্যতে কোনো চুক্তি ও আন্তর্জাতিক সংস্থায় চীনের ‘উন্নয়নশীল দেশের মর্যাদার’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার নীতিগ্রহণ করতে পারবে।

ইকোনমিক টাইমস জানিয়েছে, এই আইনটি মার্কিন পররাষ্ট্র সচিবকে কোনো চুক্তি বা সংস্থায় ‘উন্নত দেশ’ হিসেবে চীনের মর্যাদা সক্রিয়ভাবে পরিবর্তনের সুযোগ দেয়। সেনেট যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রতিনিধি পরিষদের আগের পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ট কমিটির বিলের সমর্থকদের যুক্তি, উন্নয়নশীল দেশের মর্যাদা চীনকে নির্দিষ্ট সংস্থা বা চুক্তিতে কিছু বিশেষ সুবিধা প্রদান করে। 

মার্কিন আইন প্রণেতারা বলেন, উল্লেখযোগ্য অর্থনীতি, সামরিক শক্তি এবং বিশ্বব্যাপী ব্যাপক বিনিয়োগ করলেও চীনকে আর উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচনা করা যাবে না। তাদের দাবি, বহুপাক্ষিক আলোচনায় অন্যায্য সুবিধা পেতে এই উন্নয়নশীল দেশের মর্যাদাকে ব্যবহার করছে চীন।

মার্কিন প্রতিনিধি পরিষদে গত ২৭ মার্চ ‘চীন একটি উন্নয়নশীল দেশ নয়’ বিল পাস হয়েছে। ৪১৫ এর মধ্যে ওই বিলের বিপক্ষে কোনো ভোট পড়েনি। প্রতিনিধি পরিষদের বিলের বিষয়ে বলা হয়, আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে উন্নয়ন সহায়তা এবং ঋণ পেতে উন্নয়নশীল দেশের মর্যাদাকে ব্যবহার করছে চীন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি