ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সুদানের রাজধানীতে বিমান হামলা, নিহত ১৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ১৮ জুন ২০২৩

সুদানের রাজধানী খার্তুমের ঘনবসতিপূর্ণ ইয়ারমুক এলাকায় বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই শিশু।

রোববার (১৮ জুন) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমগুলো বলছে, শনিবারের এই হামলায় ২৫টি বাড়িও ধ্বংস হয়েছে। 

দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের দাবি, খার্তুমের মেয়ো, ইয়ারমুক এবং ম্যান্ডেলা এলাকায় বেসামরিক  মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হয়। খার্তুমের ইয়ারমুক এলাকা সম্পূর্ণ আরএসএফের নিয়ন্ত্রণে। 

তবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি সেনাবাহিনী। 

গত ১৫ এপ্রিল খার্তুমে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে লড়াই শুরু হয়। আর চলতি জুন মাসের প্রথম দিকে আরএসএফ খার্তুমের ইয়ারমুক এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি করে। মূলত সুদানের রাজধানীর এই এলাকায় অস্ত্র তৈরির কারখানা রয়েছে।

উত্তর আফ্রিকার এই দেশটিতে টানা দুই মাস ধরে চলা এই যুদ্ধে নিহত মানুষের সংখ্যা হাজারের বেশি বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের মতে, সংঘাতের জেরে সুদানের ২২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেইসঙ্গে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে ৫ লাখেরও বেশি মানুষ।  

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি