ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টানা বৃষ্টিতে আসামে বন্যা, ১০ জেলার ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ১৮ জুন ২০২৩ | আপডেট: ১৫:১৯, ১৮ জুন ২০২৩

Ekushey Television Ltd.

গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছে ভারতের আসামে। তার জেরে ব্রহ্মপুত্রসহ প্রায় সমস্ত নদ-নদী দু’কুল ছাপিয়ে বইছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন এই রাজ্যের ১০ জেলার অন্তত ৩৮ হাজার মানুষ।

ব্রহ্মপুত্রসহ আসাম দিয়ে প্রবাহিত প্রায় সমস্ত নদীর পানি ক্রমাগত বাড়ছে। বেশ কয়েকটি জায়গায় নদীবাঁধ ভেঙেছে। কিছু জায়গায় নদীর বুক ছাপিয়ে পানি ঢুকছে দু’পাশের গ্রামে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বন্যার জেরে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে আসামের ১০ জেলার অন্তত ৩৮ হাজার মানুষ। 

রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তা ভেঙেছে পানির তোড়ে। ভেঙেছে নদীর উপরের সেতু। পানির তলায় স্কুল।

আসামের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত রাজ্যের ১০ জেলার ৩৭,৫৩৫ জন মানুষ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গুয়াহাটিতে জমি ধসে মৃত্যু হয়েছে একজনের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে বিশ্বনাথ, দারাং, ধেমাজি, ডিব্রুগড়, লখিমপুর, তামুলপুর এবং উদালগিরি। রাজ্যে মোট ১১টি ত্রাণশিবির খোলা হয়েছে। 

সূত্র: আনন্দবাজার

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি