ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ১৯ জুন ২০২৩

দাসত্ব থেকে আফ্রিকানদের মুক্তির দিনের উৎসবে বন্দুক হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২২ জন। 

পুলিশ জানায়, ইলিনয় রাজ্যে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে উইলোব্রুকের একটি পার্কিং লটে এই  হামলার ঘটনা ঘটে। সেখানে সন্ধ্যা থেকে অনেকেই দিবসটি উদযাপনের জন্য জড়ো হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় স্থানটি কানায় কানায় পূর্ণ ছিল। গুলির শব্দে লোকজন এদিক ওদিক ছুটতে থাকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কোনো সন্দেহভাজনকে আটক করতে পারেনি পুলিশ।

এসবি/ 


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি