ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আইএমএফ’র ঋণ পেতে যুক্তরাষ্ট্রের সাহায্য চায় পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫২, ২৩ জুন ২০২৩

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি পুনরুজ্জীবিত করতে যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছে পাকিস্তান। যদিও দাতা সংস্থাটির ওই তহবিল না পেলে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামাবাদের কৌশল কী, সেটি জানতেই ওয়াশিংটন বেশি আগ্রহী বলে মনে হচ্ছে।

সরকারি শীর্ষ সূত্রগুলোর বরাতে দি নিউজ জানিয়েছে, পাকিস্তানের প্রতি আইএমএফ ভিন্ন ধরনের আপত্তি জানিয়েছে। ইসলামাবাদকে ২০২৩-২৪ বাজেট পরিবর্তন করতে বলেছে, যাতে তাদের শর্তানুযায়ী বরাদ্দ নির্ধারণ করা যায়। কিন্তু ইসলামাবাদ থমকে থাকা ১২০ কোটি ডলার ঋণ কর্মসূচি নিয়ে নবম পর্যালোচনাটি সম্পন্ন করতে বলেছিল আইএমএফ কর্মকর্তাদের।

যাহোক ঋণ কর্মসূচি এগিয়ে নিতে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে বৈঠকের জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুরোধ ছাড়া সমস্ত প্রত্যাশা হ্রাস পাচ্ছিল। কোনো অগ্রগতির সম্ভাবনা না থাকলেও ইসলামাবাদ আইএমএফের ঋণ কর্মসূচি পুনরুজ্জীবিত করতে যুক্তরোষ্ট্রের কাছে অনুরোধ জানিয়ে শেষ চেষ্টা করতে প্রস্তুত বলে মনে হচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম বুধবার অর্থমন্ত্রী ইসহাক দারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। আইএমএফের কর্মসূচি বাস্তবায়ন না হলে পাকিস্তানের কৌশল কী হবে তা জানতে চান রাষ্ট্রদূত। তখন ইসহাক দার স্পষ্টভাবে জানিয়ে দেন, আইএমএফ কর্মসূচি ছাড়াই পাকিস্তান ভাসতে থাকবে।

মন্ত্রী জানান, তারা আইএমএফের সব পূর্বের পদক্ষেপগুলো বাস্তবায়ন করেছে। এর মধ্যে বহিরাগত উৎস থেকে ৪০০ কোটি ডলারের নিশ্চয়তাও পেয়েছে। আইএমএফের কঠিন শর্ত বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে বিপুল রাজনৈতিক মূল্য দিতে হয়েছে।

কিন্তু সূত্র বলছে, পাকিস্তানের পক্ষ থেকে বক্তব্য শোনার পর মার্কিন রাষ্ট্রদূত তেমন আগ্রহ দেখাননি। পাকিস্তানকে শক্তিশালী কোনো সমর্থনও দেননি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি